মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি::
মিরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭দিন ব্যাপী “মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী” মেলা উপজেলা পরিষদ চত্বরে চলছে। ২৩ মার্চ মেলার শেষ দিন। মেলায় মিরসরাই প্রেসক্লাবের উদ্যোগে সেবা আধুনিক হাসপাতালের সহযোগীতায় ১৭ মার্চ থেকে ক্যাম্পিং চলমান রয়েছে। প্রতিদিন মেলায় প্রেসক্লাবের স্টলে ফ্রি ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষায় স্থানীয়দের যথেষ্ট উপস্থিতি লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার (২২ মার্চ) সকাল থেকে শিক্ষার্থীদের ফ্রি ব্লাড ক্যাম্পিংয়ে শিক্ষার্থীদের উপচেপড়া ভীড় দেখা গেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ১’শ জন শিক্ষার্থী রক্তের গ্রুপ নির্নয় করানো হয়।
মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম জানান, বর্তমানে যেকোনো কাজে রক্তের গ্রুপ ও ডায়াবেটিক পরীক্ষার প্রয়োজন হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানেনা। এজন্য মেলায় রক্তের গ্রুপ পরীক্ষা ও ডায়াবেটিক পরিক্ষার ফ্রী ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে।
সেবা আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান জানান, মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় সাধারণ মানুষকে ফ্রি সেবা হিসেবে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিক নির্ণয় সেবা দিতে পেরে আমরা গর্বিত। মানবিক কাজে সুযোগ করে দেওয়ায় মিরসরাই প্রেসক্লাব ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।
+ There are no comments
Add yours