আন্তর্জাতিক ডেস্ক
নাসার আর্টেমিস প্রকল্পের অংশ হিসেবে নিজ কার্যক্ষমতা পরীক্ষা করতে লঞ্চপ্যাডে পৌঁছেছে এসএলএস।
লঞ্চপ্যাডে এসএলএসের ছবি তুলেছে ইউরোপীয় মহাকাশ প্রতিষ্ঠান ‘এয়ারবাস’-এর প্লিডিস নিও স্যাটেলাইট।
এসএলএস রকেট লঞ্চপ্যাডে নেওয়ার সময় নাসার মধ্যে চরম রোমাঞ্চ বিরাজ করছিল বলে জানিয়েছে এমএসএন ডটকম।
এসএলএসের ওপরের অংশে বসানো হয়েছে নাসার ‘ওরিয়ন’ মহাকাশযান।
রকেটটি ফ্লোরিডার ‘কেনেডি স্পেস সেন্টার (কেএসসি)’-এর লঞ্চপ্যাডে নেওয়ার কাজ শুরু হয়েছিল ১৭ মার্চ, বৃহস্পতিবার।
লঞ্চপ্যাডে নেওয়ার কাজ শেষ হয়েছে ১৮ মার্চ, শুক্রবার সকালে।
এয়ারবাস নিয়ন্ত্রিত স্যাটেলাইটটি ‘কেএসসি’র ছবি তুলেছে ভূ-পৃষ্ঠ থেকে ৬২০ কিলোমিটার উপর থেকে।
ফ্লোরিডা উপকূলের বড় একটা অংশ জুড়ে রয়েছে কেএসসি ক্যম্পাস।
আর্টেমিস প্রকল্পের অংশ হিসেবে নতুন রকেট চাঁদে পাঠানোর আগে কার্যক্ষমতা ও নির্ভরযোগ্যতা যাচাই করে দেখতেই লঞ্চপ্যাডে নেওয়া হয়েছে এসএলএস এবং ওরিয়ন যানকে।
ধারণা করা হচ্ছে, মে মাস নাগাদ পরীক্ষামূলক কার্যক্রম চালাবেন নাসার গবেষকরা।
১৯৭২ সালের পর চাঁদের বুকে পা রাখেননি কোনো মানুষ। আর্টেমিস প্রকল্পের মাধ্যমে নভোচারীদের আবার চাঁদে নিয়ে যেতে চায় নাসা।
আর্টেমিস-১ প্রকল্পে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে পৃথিবী ছেড়ে মহাকাশে চার লাখ ৫০ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আবার পৃথিবীতে ফিরবে মহাকাশযানটি। এ সময় কোনো মানব থাকবে না মহাকাশযানে। চাঁদ পার হয়ে আরও কয়েক হাজার দূর থেকে ঘুরে আসবে মহাকাশযানটি।
+ There are no comments
Add yours