চট্টগ্রাম ডেস্ক
চট্টগ্রামে মশার বিড়ম্বনায় পড়ার কথা জানিয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্পকে দুষলেন মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
তিনি বলেছেন, যতদিন খালগুলো মুক্ত না হবে, পানির প্রবাহ স্বাভাবিক না হবে, ততদিন এ অবস্থার উন্নতি হবে না।
মেয়রের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে বুধবার আন্দরকিল্লায় নগর ভবনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন রেজাউল।
তিনি বলেন,
“মশার উপদ্রবের কথা অস্বীকার করছি না। নগরীতে জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলছে ২৬টি খালে। অনেক খালে বাঁধ। ৩৯ নম্বর ওয়ার্ডে কয়েকদিন আগে গিয়ে সাধারণ মানুষের কাছে লজ্জায় পড়েছি। বিব্রত হয়েছি।
“খালের বাঁধে পানি জমে আছে। ঢিল ছুঁড়ে মারলাম, মনে হল কয়েক হাজার কোটি মশা উড়ছে। অথচ তিন দিন আগে সেখানে মশার ওষুধ ছিটানো হয়েছে!”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
“হাজার কাজ করলেও মশার উপদ্রব কমবে না। জলাবদ্ধতার কাজ শেষ না হওয়া পর্যন্ত মশা নিয়ন্ত্রণ করা যাবে না।”
আরেক প্রশ্নের জবাবে বলেন, নালা-খালা দখলকারী যতই প্রভাবশালী হোক, উচ্ছেদের ক্ষেত্রে ‘কোনো ছাড় দেওয়া হবে না’।
+ There are no comments
Add yours