জাতীয় ডেস্ক
দোহার ও নবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে টানা দু’দিন অনুষ্ঠিত হল জয় বাংলা উৎসব।
স্বাধীনতার মাসে জয় বাংলা স্লোগানের রাষ্ট্রীয় স্বীকৃতি উদযাপনে রাজধানী থেকে শুরু হওয়া এ উৎসব ঢাকা জেলার দুই উপজেলা দোহার ও নবাবগঞ্জে বিস্তৃত হয়।
২২-২৩ মার্চের এ উৎসবে সংবর্ধিত হন জয় বাংলা স্লোগানের জাতীয় স্লোগানে পরিণত হওয়ার পেছনের অন্যতম কারিগর,
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি।
২৩ মার্চ নবাবগঞ্জে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান এফ রহমান।
লাখো মানুষের উপস্থিতিতে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে শুরু হয় উৎসব।
প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন,
“বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আমাদের মাথা পিছু আয় সাউথ এশিয়াতে সর্বোচ্চ। ৭৫ এ বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর দীর্ঘদিন পর আওয়ামীলীগ আবারও ক্ষমতায় এসেছে বলেই এটা সম্ভব হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে বলেই এটা সম্ভব হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে স্লোগানের উপর ভিত্তি করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তিনি বলেছেন, যারা জয় বাংলায় বিশ্বাস করেন না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না। আমি আশা করবো, নবাবগঞ্জবাসী প্রত্যেকেই জয় বাংলায় বিশ্বাস করেন।”
সংবর্ধনা অনুষ্ঠানকে বর্ণিল করতে নানা আয়োজনের পাশাপাশি এতে নৃত্য পরিবেশন করেন পূর্ণিমা, ফেরদৌস, মীম, তমা মির্জা।
সংগীত পরিবেশন করেন তাপস এন্ড ফ্রেন্ডস, ফোকসম্রাজ্ঞী মমতাজ এবং নগর বাউল-জেমস ও খ্যাতনামা শিল্পীবৃন্দ।
+ There are no comments
Add yours