খবর বাংলা ২৪ ডেস্ক
মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়নের স্বীকৃতি হিসেবে বিদ্যুৎ বিভাগের পাওয়া স্বাধীনতা পুরস্কারটি,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
বৃহস্পতিবার(২৪ মার্চ) এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এ পুরষ্কার গ্রহণ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
এরপর পুরস্কারটি (মেডাল ও সনদ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়ার কথা জানান সরকারপ্রধানের সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।
বিদ্যুৎ, খনিজসম্পদ ও জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই।
তার নেতৃত্ব ও নীতি-কৌশলের কারণেই যে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্য পূরণ হয়েছে, সে কথা আওয়ামী লীগ নেতারা বরাবরই বলে আসছেন।
প্রধানমন্ত্রীর ঘোষণা ছিল, মুজিববর্ষে প্রতিটি ঘরকে আলোকিত করা হবে।
গত ২১ মার্চ পায়রা বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সেই লক্ষ্য পূরণ হওয়ার ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারপ্রধানের হাতে স্বাধীনতার পুরস্কার তুলে দেওয়ার সময় প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস এবং বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours