ডেস্ক নিউজ
পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে এক কাজাখ নাগরিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় আহত হয়েছেন আরেক কাজাখ নাগরিক।
শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটিতে এ ঘটনা ঘটে। নিহত কাজাখ নাগরিকের নাম ভালাদিমির শভেটস (৫২)। আহতের নাম বেরেজনয় অ্যান্ডে।
এ ঘটনায় জড়িত সন্দেহে বেলারুশের তিন নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তারা ঈশ্বরদী থানা হাজতে আছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে রূপপুর প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটির ছয় নম্বর বিল্ডিংয়ের ১০ তলার ১০৬ নম্বর কক্ষে ভালাদিমির শভেটসের সঙ্গে বেলারুশের তিনজনের কথা-কাটাকাটি হয়।
হাতাহাতির এক পর্যায়ে বেরেজনয় অ্যান্ডে সেখানে উপস্থিত হলে শভেটস ও অ্যান্ডেকে কোপানো হয়।
ঘটনাস্থলেই ভালাদিমির শভেটস মারা যান। খবর পেয়ে পুলিশ অ্যান্ডেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেইসাথে আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদনে নিহত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের পাঁচটি আঘাত পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
+ There are no comments
Add yours