প্রেস বিজ্ঞপ্তি
সেবাধর্মী সংস্থা আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবির) উদ্যোগে অদ্য ২৭ মার্চ রোববার বেলা ১১টায় চেরাগি পাহাড় মোড়স্থ সালমা ভবন ২য় তলার সংগঠন কার্যালয়ে আগামী ৩০ মার্চ ২২ইং চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিতব্য পবিত্র দরসুল কোরআন মাহফিল সফলকল্পে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়- পবিত্র আল-কোরআন হচ্ছে মানবজাতির জন্য ইহ ও পরকালীন শান্তি, মুক্তি এবং উন্নতির পূর্ণাঙ্গ দিক নির্দেশনা সম্বলিত একটি কার্যকর গাইড। ইসলামের সংবিধিবদ্ধ রীতিনীতি, বিধি-বিধান সম্বলিত এ ঐশীগ্রন্থ তাবৎ বিশ্ববাসীর জন্য পথ নির্দেশক। যেটির মর্মবাণীর নিরবচ্ছিন্ন প্রচারের মাধ্যমে মহানবী (দ:) তৎকালীন সবচেয়ে বর্বর আরব জনগোষ্ঠিকে পৃথিবীর সর্বাপেক্ষা শ্রেষ্ঠতম সুশীল জাতিতে পরিণত করতে সক্ষম হন। যেহেতু এ পবিত্র কোরআনের মধ্যেই নিহিত রয়েছে সাম্য ও শান্তির ফল্গুধারা। স্মরণাতীত কাল থেকেই তাবৎ দুনিয়ায় ইসলামী নকিবগণ মাহফিল-জলছার মাধ্যমে পবিত্র কোরআনের মর্মবাণীর প্রচার তথা হেদায়তের মিশন জারি রেখেছিলেন এবং এখনও রেখে চলেছেন। কিন্তু অপ্রিয় হলেও সত্য যে, হালসময়ে কতিপয় আলেম নামধারী ব্যক্তি একদিকে মাহফিলের সাথে যায় না এমন কতেক অযাচিত বিষয়ের অবতারণা করে মাহফিলের গুরুত্ব-মাহাত্ন্য, আমেজ-আবহকে নির্দ্বিধায় প্রশ্নবিদ্ধ করছে, অন্যদিকে কোরআন- হাদিসের বিকৃত ও খণ্ডিত উপস্থাপনের মাধ্যমে ইসলামের শ্বাশত আদর্শ ও মৌলিকত্বকে বিশ্ব পরিমণ্ডলে বিতর্কের মুখে ঠেলে দিচ্ছে। এমনই এক নাজুক পরিস্থিতিতে সেবাধর্মী সংস্থা আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ এর উদ্যোগে আগামী ৩০ মার্চ’২২ ইং চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক ১৯তম পবিত্র দরসুল কোরআন মাহফিল। যেটি দেশের চিরায়ত মাহফিল সংস্কৃতিতে এক অনন্য সংযোজন। এটি হচ্ছে গতানুগতিকতার বলয় বহির্ভূত পূর্ণমাত্রার শরিয়াহসম্মত এক ব্যতিক্রমী আয়োজন। যেথায় সর্বত্র বিরাজমান থাকে স্বর্গীয় আমেজ-আবহ। যেখানে চর্চা হয় বিশ্ববরেণ্য হক্কানি-রব্বানী বিদগ্ধ ইসলামিক স্কলার কর্তৃক পবিত্র কোরআন- হাদিসের বিশুদ্ধতম ব্যাখ্যাসমেত অর্থবহ আলোচনা।
উল্লেখ্য যে, পবিত্র কোরআনের মর্মবাণীর প্রচার, ইসলামী আদর্শের সম্প্রসারণ, বিশুদ্ধ আকীদা ও আদর্শের বিস্তৃতি ঘটানোর অভিপ্রায়ে প্রতি বছর এ সংস্থার উদ্যোগে ঐতিহাসিক দরসুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। এ পবিত্র দরসুল কোরআন মাহফিল পথভ্রষ্ট ও দিকভ্রান্ত মানুষের সঠিক পথ নির্দেশনা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। গৌরবময় সাফল্যের ধারাবাহিকতায় এবারকার মাহফিল ১৯তম বর্ষে পদার্পণ করেছে। এ মাহফিলকে সর্বাত্নকভাবে সফল করে তোলার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি উদাত্ত আহবান জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাহফিল প্রস্তুতি কমিটির সচিব অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন- মাহফিল প্রস্তুতি কমিটির আহবায়ক স ম হামেদ হোসাইন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি) বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান বরেণ্য আলেমেদ্বীন আল্লামা কাজী জসিম উদ্দিন। সমাজসেবক আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শাকুর, আব্দুস সবুর খান, স ম শহিদুল হক ফারুকী, আলহাজ্ব মাওলানা ওয়াহেদ মুরাদ, আলহাজ্ব এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, অধ্যাপক মোখতার আহমদ, স ম শওকত আজিজ, ডাঃ হাসমত আলী তাহেরী, আলহাজ্ব মাওলানা শোয়াইবুল ইসলাম, শাহজাদা মঈনুদ্দিন সঞ্জরী ও মোহাম্মদ আব্দুল্লাহ ইকবাল প্রমূখ।
+ There are no comments
Add yours