সীতাকুণ্ডে রেলওয়ে কলোনি উচ্ছেদ;প্রতিবাদে মানববন্ধন 

Estimated read time 1 min read
Ad1

 

মোঃ জয়নাল আবেদীন,সীতাকুণ্ড প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিরা রেলওয়ে কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।এসময় রেলওয়ে কলোনি হতে মিছিল বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে। উক্ত মানববন্ধনে শতাধিক নারী পুরুষের অংশগ্রহণ অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

২৭ মার্চ রবিবার সকাল ১০ টায় কুমিরা মাজার গেইট এলাকার বাইপাস সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়,১৯৯১ সালে বিধ্বংসী ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের পর ভিটে বাড়ি হারিয়ে ৩০০ শত পরিবার কুমিরা রেলওয়ে স্টেশনের উত্তরে রেলওয়ের পরিত্যক্ত জায়গায় বসবাস শুরু করে।দীর্ঘ ৩১ বছর ধরে ওই পরিত্যক্ত জায়গায় তিনশ শত পরিবারের ১০০০ হাজার সদস্য বাস্তহারা ও দখলদার হিসেবে ব্যবহার করছেন।

রেলওয়ে কলোনিতে বসবাসরত নুর ইসলাম বলেন,আমরা ৩০০ শত পরিবার রেলওয়ের পরিত্যক্ত জায়গায় ১৯৯১ সালে বন্যার পর কাঁচা ঘর তৈরি করে করেছি।রেলওয়ে ভূমি সংরক্ষণ নীতিমালায় রেলওয়ে কলোনি ও স্টেশন ইয়ার্ড এলাকায় কোন প্রকার লিজ প্রদান করা হয়না।তাই আমরা উক্ত ভূমি লিজের জন্য রেলওয়ে প্রশাসনের নিকট আবেদন করি নাই।কিন্তু আমরা জানতে পেরেছি যে টি.কে গ্রুপ অব ইন্ডাস্ট্রি এর অনূকূলে আলহাজ্ব আবুল কালাম নামে একজনকে আমাদের ৩১ বছর ধরে দখলীয় ভূমির মধ্যে ১.৩৩ একর ভূমি রেলওয়ে প্রশাসন কৃষি লিজ প্রদান করেছেন।এরপর থেকে ওই কোম্পানিকে জায়গা বুঝিয়ে দেয়ার জন্য আমাদের উচ্ছেদ করার পরিকল্পনা করছে রেলওয়ে প্রশাসন।

কুমিরা ইউপি চেয়ারম্যান মোর্শেদ হোসেন চৌধুরী বলেন,প্রায় ৩১ বছর ধরে রেলের পরিত্যক্ত জায়গাতে তিনশত পরিবার বসবাস করে আসছে।বর্তমানে রেলওয়ে কর্তৃপক্ষ অন্যায়ভাবে ওই জায়গা একটি কোম্পানিকে লিজ দিয়ে ভূমিহীন মানুষগুলোকে উচ্ছেদের পায়তারা করছে।পরিবারগুলোকে আগে পূনর্বাসনের ব্যবস্থা করে তারপর উচ্ছেদ করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন বলেন,এই বিষয়ে আমি অবগত নই।কেউ অভিযোগ করলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours