মোহাম্মদ উজ্বল
নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহার, ফুটপাত দখল, এবং অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য বিক্রয়ের দায়ে ২১ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ২৮ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
বিশেষ এ অভিযানে বহদ্দারহাট কাঁচা বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগে পণ্য বিক্রয়ের দায়ে ৩ দোকানদারের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক ২ হাজার টাকা জরিমানা করা হয়। স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে অপর এক অভিযানে পাহাড়তলী ও হালিশহর থানাধীন পোর্ট কানেক্টিং রোডে ফুটপাত ও রাস্তা দখলের দায়ে ১৫ দোকানদারের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও আদালতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়ের করা মামলায় টাইগারপাস বাটালীহিল এলাকায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য বিক্রয়ের দায়ে তিনটি খাবারের দোকানের মালিককে ১৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
+ There are no comments
Add yours