খবর বাংলা ডেস্ক
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক ঘণ্টার ব্যবধানে দুই হাজতির মৃত্যু হয়েছে। বুকে ব্যথা নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মৃত্যু হয় তাদের। সোমবার ভোর সাড়ে ৪টায় একজনের ও সাড়ে ৫টায় অপরজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, চট্টগ্রামের চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নের মৃত কবির আহম্মদের ছেলে মোহাম্মদ রফিক ও হাছনদন্ডি এলাকার আহমদ কবিরের ছেলে মো. বাবুল মিয়া। দুজনেরই বাড়ি চট্টগ্রামের চন্দনাইশে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম জানান, গত ২৭ মার্চ মারামারির মামলায় কারাগারে আসে রফিক। ভোরে সেহরি খেয়ে ঘুমাতে গেলে বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে চট্টগ্রাম মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার একঘণ্টা পরেই মাদক মামলার আসামি বাবুল মিয়া নামের আরেক হাজতির বুকে ব্যথা উঠলে তাকেও কারা হাসপাতালে চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারিকুল ইসলাম জানান, এক ঘণ্টার ব্যবধানে সকালে দুই হাজতির মৃত্যুর ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে তাদের লাশ হস্তান্তর করা হবে।
কারাগারে এ মৃত্যু নিয়ে রফিকের পরিবারের অভিযোগ, পুলিশ হেফাজতে নির্যাতনের কারণে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তার।
এ নিয়ে চার দিনের ব্যবধানে কারাগারে যুবদল নেতাসহ চারজনের মৃত্যু হয়েছে।
+ There are no comments
Add yours