খবর বাংলা ২৪ ডেস্ক
দক্ষিণ এশিয়াসহ সারা বিশ্বে করোনার গ্রাফ যখন কমছে, তখন একেবারে উল্টো চিত্র চীনে।
যে দেশে করোনার প্রথম কেস ধরা পড়েছিল, সেই দেশই এখন ফের কাঁপছে কোভিড আতঙ্কে।
বুধবার (৬ এপ্রিল) চীনে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ২০ হাজার।
দেশটিতে এবার করোনার ঢেউয়ের কার্যত কেন্দ্রবিন্দুতে রয়েছে সাংহাই শহর।
উহান শহরে করোনার প্রথম প্রাদুর্ভাবের পর থেকে এই প্রথম চীনে দৈনিক সংক্রমণ ২০ হাজারের বেশি। দেশটিতে এখনও পর্যন্ত এটি সর্বোচ্চ দৈনিক সংক্রমণ।
সপ্তাহখানেক আগেও চীনে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছুঁয়েছিল। তারপর থেকে যা কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
যে কারণে এই মুহূর্তে তীব্র প্রশ্নের মুখে পড়েছে দেশটির সরকারের ‘জিরো-কোভিড’ স্ট্র্যাটেজি।
চীনের ন্যাশনাল হেলথ কমিশন থেকে জানানো হয়েছে, একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৭২ জন। যদিও এ সময়ে কোভিডে কারো মৃত্যু হয়নি।
গত মার্চ মাস পর্যন্ত স্থানীয় লকডাউন, গণহারে করোনা পরীক্ষা, আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা ছিল চীনে।
এরপর এসব শিথীল হওয়ার পরই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। যদিও কর্তৃপক্ষ জানাচ্ছে, বেশিরভাগ আক্রান্তরই কোনো উপসর্গ দেখা যাচ্ছে না।
তবে যে গতিতে করোনা ছড়িয়ে পড়ছে, তাতে এরইমধ্যে প্রভাব পড়তে শুরু করেছে চীনের অর্থনীতিতে।
+ There are no comments
Add yours