নুরুল আবছার নূরী
ফটিকছড়ি ভুজপুর থানার বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দোকানে রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে ফটিকছড়ি উপজেলার কাজিরহাট বাজার, নারায়ানহাট ও হেয়াকো বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিনুল হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আলমগীর। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য দোকান সমূহে দ্রব্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ দ্রব্য রাখা এবং অধিক মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে ৩টি মামলায় ১৫০০০হাজার টাকা জরিমান প্রদান করা হয়। অভিযান পরিচালনায় সহয়তা করেছেন বিএসটিআই চট্টগ্রাম এর পরিদর্শক, ফটিকছড়ি ও ভূজপুর থানা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্য । জনস্বার্থে এ সকল অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জানান।
+ There are no comments
Add yours