আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বুধবার (৬ এপ্রিল) বিকেলে নলছিটি পৌর মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান(মহিলা) মিসেস মোর্শেদা লস্কর ও পৌর কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার।
সচেতনামূলক সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্যাইয়েদা।
এসময়,পৌর কাউন্সিলর বৃন্দ, সাংবাদিক সহ উপজেলার অর্ধশতাধিক জেলে অংশ নেন।
বক্তারা ইলিশ সম্পদ উন্নয়নে সবার সমন্বিত কার্যক্রমের উপর গুরুত্বারোপ করার পাশাপাশি ইলিশ ধরা নিষিদ্ধের মৌসুমে জেলেদেরকে ইলিশ শিকার করা থেকে বিরত থাকার অনুরোধ জানান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন।
+ There are no comments
Add yours