
ইউনুস আলী | কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে পড়ে নাসরিন আক্তার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পুর্বফুলমতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।।নিহত নাসরিন অাক্তার ওই গ্রামের নাজির হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, বাড়ীর উঠানে অবস্থিত পুকুরে অসাবধানতা বশ:ত পড়ে যায়। পরে শিশুটির মাসহ পরিবারের অন্য সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসেন। পরে কতর্ব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। কন্যা শিশুর মৃত্যুতে পরিবারটিতে শোকের মাতম চলছে।
এ ব্যাপারে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

+ There are no comments
Add yours