মাদারীপুরে বিশুদ্ধ খাদ্য (সংক্ষিপ্ত) বিচার আদালতের অভিযান

Estimated read time 1 min read
Ad1

 

সাবরীন জেরীন:
মাদারীপুর শহরের ইটেরপুল, স্টেডিয়াম গেট এলাকায় মঙ্গলবার বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রিসির উদ্যোগে ভেজাল ও নকল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বিশুদ্ধ খাদ্য ( সংক্ষিপ্ত ) বিচার আদালত।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল আল মামুনের নেতৃত্বে অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সদর উপজেলা স্যানিটারী ইন্সেপেক্টর আবু আনসার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো. আল মামুন ও সদর মডেল থানার পুলিশ।

অভিযানকালে মুদি দোকান, হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ও খাদ্যদ্রব্য যাচাই করা হয়। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানে ময়লাযুক্ত স্থানে খাদ্য দ্রব্য বিক্রির ঘটনায় মালিকপক্ষকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়। আগামীতে নিয়মিত নিরাপদ খাদ্য আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ বিদ্যমান অন্যান্য ফৌজদারি ও বিশেষ আইনের অধীনে ভেজালকারীদের শাস্তির আওতায় আনা হবে বলে জানান অভিযানে নেতৃত্বদানকারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল আল মামুন। এদিকে সদর থানার সামনে রনজিৎ মিস্টান্ন ভান্ডার প্রপাইটার রনজিৎ মন্ডল ও পুরান কোর্টের সংলগ্ন গনপুর্ত অফিসের সামনে আদি সাতক্ষিরা ঘোষ ডেয়ারী প্রপাইটার অনন্দ ঘোষ এই দুইটি প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের কারনে তাদের মামলা প্রদান করবে বলে জানিয়েছেন ভ্রম্যমাণ আদালত।

ভ্রম্যমাণ আদালতের এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তবে বাজারে দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রনের বিষয়ে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা। এদিকে বাকি রমজানকে সামনে রেখে মাদারীপুর জেলা শহরসহ সমস্ত উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours