
খবর বাংলা ২৪ ডেস্ক
দেশে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন ৯৪ জন যুগ্মসচিব।
বুধবার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পদোন্নতি পাওয়া ৯১ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে পদায়ন করা হবে।
বাকি ৩ জন কর্মকর্তা বিদেশে বাংলাদেশের মিশন ও দূতাবাসে কর্মরত আছেন।
নতুন করে পদোন্নতি পাওয়া ৯৪ জনসহ প্রশাসনে বর্তমানে অতিরিক্ত সচিব রয়েছেন ৫০০ জন। যদিও অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা ১৩০টি।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের যোগদানপত্র ই-মেইলে (sa1@mopa.gov.bd) পাঠাতে হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
+ There are no comments
Add yours