
খবর বাংলা ডেস্ক :
চট্টগ্রামের দৃষ্টিনন্দন পাহাড়ের পরীমালা সাজেক। দীর্ঘদিন বন্ধ থাকার পর এখন খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ।দীর্ঘদিন ধরে ভ্রমণ পিপাসুদের অল্পনা জল্পনা ছিল কখন খুলবে পাহাড়ের পরীমালা সাজেক।
এদিকে মঙ্গলবার থেকে খুলে দেওয়া হচ্ছে রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটন কেন্দ্র। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর থেকে পার্বত্য চট্টগ্রামের দৃষ্টিনন্দন এই পর্যটন কেন্দ্রের দুয়ার খুলতে যাচ্ছে।
এদিকে একজন পর্যটন নাগরিক বলেন,আমি বেশিরভাগ সময় রাঙামাটির
সাজেকের পরীমালাতে কাটাতাম।কিন্তু নোবেল করোনা ভাইরাস সংক্রমণের কারনে বন্ধ করে দিয়েছিল এই পর্যটন কেন্দ্র সাজেক।
গত ৮ মার্চ দেশে প্রথম তিন ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হওয়ার পর করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কায় অন্যান্য বিনোদন কেন্দ্রের মতো সাজেক পর্যটন কেন্দ্রও বন্ধ করে দেওয়া হয়।
এদিকে বুধবার (২৬ আগস্ট) বাঘাইছড়ি উপজেলা প্রশাসন সাজেক পর্যটন কেন্দ্রের রিসোর্ট মালিকদের সঙ্গে আলোচনা করে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে সেটি খুলে দেওয়ার সিদ্ধান্ত জানায়।তবে স্বাস্থ্যবিধি মেনে ভ্রমনকারীদের আসতে হবে।

+ There are no comments
Add yours