নিজস্ব প্রতিবেদকঃ
বায়ুদূষণের ক্ষেত্রে বরাবরই বাংলাদেশের নাম শুরুতে উঠে এসেছে।পরিবেশবিদরা বলছেন, এভাবে চলতে থাকলে নেমে আসতে পারে বড় ধরনের বিপর্যয়।
তারা সরকারকে বলছেন, এখনই নিতে হবে কার্যকর ব্যবস্থা। টানা চতুর্থবার শীর্ষে বাংলাদেশ।
বিশ্বের ১১৭টি দেশ, অঞ্চল ও ভূখণ্ড এবং ছয় হাজার ৪৭৫টি শহরের বায়ুর মান বিশ্লেষণ শেষে সুইজারল্যান্ডভিত্তিক দূষণ প্রযুক্তি সংস্থা আইকিউএয়ার একটি তালিকা প্রকাশ করে।
বায়ুতে পার্টিকুলেট ম্যাটার (পিএম- ২.৫) বা বস্তুকণার ২.৫ মানের ওপর ভিত্তি করে এ বিশ্লেষণ করা হয়। আইকিউএয়ারের ২০২১ সালের তালিকায় টানা চতুর্থবারের মতো বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তকমা পেয়েছে বাংলাদেশ।
এছাড়া বিশ্বের শীর্ষ দূষিত রাজধানীর তালিকায় দ্বিতীয় ঢাকা।
বিশ্বজুড়ে ৭০ লাখের বেশি মানুষের প্রাণহানি। বায়ুদূষণ বর্তমান বিশ্বের সবচেয়ে বড় পরিবেশগত স্বাস্থ্য হুমকি।
প্রতি বছর বিশ্বে ৭০ লাখের বেশি প্রাণহানি ঘটে বায়ুদূষণের কারণে। মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিভিন্ন ধরনের রোগ যেমন—
ক্যানসার ও হৃদযন্ত্রের সমস্যা তৈরি করে পিএম- ২.৫।
আইকিউএয়ার বায়ুতে পিএম- ২.৫ এর যে উপস্থিতি পেয়েছে, তা বৈশ্বিক স্বাস্থ্যের জন্য ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে সতর্ক করে দিয়েছে।
+ There are no comments
Add yours