
আমির হোসেন | ঝালকাঠিঃ ঝালকাঠি নলছিটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো নাহিদ (১৪) নামে কিশোর।
২৭ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার মাটিভাঙ্গা এলাকায় লেগুনার সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় পৌরসভার নাঙ্গুলী এলাকার নাসির খানের ছেলে নাহিদ, পরমপাশার শাহজাহানের সহধর্মিণী লালবানু, মল্লিকপুর এলাকার মিজানুর রহমান’র স্ত্রী কমলা ও সূর্যপাশা এলাকার শাহ জালাল’র স্ত্রী জান্নাতি।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । গুরুতর আহত নাহিদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নলছিটি থানার ইন্সপেক্টর তদন্ত আবদুল হালিম তালুকদার জানান মৃত নাহিদ’র লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।

+ There are no comments
Add yours