চন্দনাইশে নতুন ইউএনও নাসরিন আক্তার

Estimated read time 1 min read
Ad1

 

  • এম হেলাল উদ্দিন নিরব
    চন্দনাইশ- চট্টগ্রাম

চন্দনাইশ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নাছরীন আক্তার যোগদান করেছেন।

পূর্বের উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম আনুষ্ঠানিকভাবে নতুন ইউএনও নাছরীন আক্তারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন এবং ফুল দিয়ে বরণ করে নেন। নাছরীন আকতার রবিবার থেকে নিয়মিত অফিস শুরু করেছেন উপজেলা পরিষদে।

তিনি ছাত্র জীবনে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও এইচএসসি শেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করন।

পরে তিনি ৩৪তম বিসিএসে প্রশাসনিক ক্যাডার সুপারিশপ্রাপ্ত হয়ে শুরুতে তিনি ২০১৬ সালের ১ জুন জেলা প্রশাসক কার্যালয় ঢাকায় সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন।

পরবর্তীতে ২০১৮ সালের ৪ নভেম্বর ফেনীর সোনাগাজী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। সর্বশেষ বিভাগীয় কমিশনার কার্যালয়, চট্টগ্রাম এ সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

নাছরীন আক্তার উপজেলার সকল স্তরের পেশাজীবীদের সার্বিক সহযোগিতায় চন্দনাইশকে সুন্দরভাবে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সাহায্য কামনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours