রাজাপুরে প্রান্তিক চাষীদের মাঝে বিণামূল্যে সার-বীজ বিতরণ

Estimated read time 1 min read
Ad1

 

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে উফশি আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্তরে উপজেলা কৃষি অফিস আয়োজিত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান উপস্থিত থেকে চাষীদের হাতে সার ও বীজ তুলে দেন।

এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) নুসরাত জাহান খান, সহকারী কমিশনার (ভূমি) অনুজা ম-ন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উল্লাহ বাহাদুর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন নেচ্ছা পাপড়ি, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ উপজেলার ছয় ইউনিয়নে মোট দুই হাজার পাঁচ‘শ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে ১বিঘা জমিতে উফশি আউশ চাষে ৫কেজি বীজ, ডিএপি সার ২০কেজি ও এমওপি সার ১০কেজি হিসেবে সহায়তা প্রদান করা কবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours