অনলাইন ডেস্ক
কুমিল্লা বুড়িচংয়ে মাদক কারবারীদের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন।
বুধবার (১৪ এপ্রিল) রাতে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ ভারতীয় সীমান্তবর্তী এলাকা শংকুচাইলে এ ঘটনা ঘটে।
নিহত সাংবাদিকের নাম মহিউদ্দিন সরকার নাঈম, তার বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামে। তিনি স্থানীয় একটি পত্রিকাসহ আনন্দ টিভিতে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
মাদক কারবারীদের সাথে মহিউদ্দিন সরকার নাঈমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে জানা যায়। ওই বিরোধের জের ধরেই তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক মহিউদ্দিন নিহত হয়েছে। মাদক কারবারিরা তাকে নির্মমভাবে হত্যা করেছে। তিনি হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন জানান, নিহতের মরদেহ বুড়িচং হাসপাতালে রয়েছে। আগামীকাল ময়নাতদন্তের জন্য তার লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হবে। নিহত মহিউদ্দিনের কাছে কুমিল্লার একটি স্থানীয় পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে পরিচয়পত্র পাওয়া গেছে। দুবৃর্ত্তরা মহিউদ্দিনকে গুলি করেছে
+ There are no comments
Add yours