
আজিজুল হক চৌধুরীঃ
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মাদারবাড়ি এলাকায় সিমেন্ট বোঝায় ট্রাকের ধাক্কায় আবদুর রহমান রুবেল (৩৫) নামের এক মোটর সাইকেল আরোহী মৃত্যু হয়েছে।
নিহত আবদুল রহমান রুবেল বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর (টেক্সঘর) এলাকার জনৈক নুরুচ্ছফার তৃতীয় পুত্র। তার ৩ বছরে এক মেয়ে ও ১ বছরের একজন ছেলে রয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৫ টার দিকে মাদারবাড়ি টং শাহর মাজার এলাকায় এই দুঘর্টনা ঘটে।
নিহত রুবেলের চাচাতো ভাই আরেফিন রিয়াদ বলেন, রুবেল আগ্রাবাদ বাদামতলী এলাকার জুতা ব্যবসায়ী। বিশেষ কাজে ব্যবসাস্থল থেকে তার নিজের মোটর সাইকেল নিয়ে মাদারবাড়িতে যাচ্ছিলেন।
মাদারবাড়ি টং শাহার মাজার পর্যন্ত আসলে ঘাতক ট্রাকটি ধাক্কা দিয়ে ফেলে দেয়, সাথে সাথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে রুবেল মৃত্যুবরণ করেন।
দূর্ঘটনা এবং মৃত্যুর খবর পেয়ে সদরঘাট থানা পুলিশ ছুটে যায়। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও ট্রাক চালক পালিয়ে যায়।
+ There are no comments
Add yours