খবর বাংলা ২৪ ডেস্ক
ইউক্রেনে আরও সামরিক সহায়তা পাঠানোর কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন,
ইউক্রেনকে অতিরিক্ত ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেবে তার প্রশাসন।
ইউক্রেনের পূর্বাঞ্চলে প্রত্যাশিত রুশ আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে পূর্ব ইউরোপের এই দেশটিকে এই সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।
১৪ এপ্রিল (বৃহস্পতিবার) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
পরে দেওয়া এক বিবৃতিতে ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট পূর্ব ইউরোপের এই দেশটিতে সামরিক সহায়তা পাঠানোর কথা জানান।
সহায়তা প্যাকেজের অধীনে আর্টিলারি সিস্টেম, আর্টিলারি রাউন্ড, সামরিক কর্মী ক্যারিয়ার এবং হেলিকপ্টার পাঠানো হবে ইউক্রেনে।
ওয়াশিংটনের নতুন এই ঘোষণার ফলে রুশ আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনে পাঠানো মার্কিন সহায়তার মোট পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৪০০ মিলিয়ন বা ২৪০ কোটি মার্কিন ডলারে।
+ There are no comments
Add yours