শিশু ধর্ষণ নিয়ে লেখা ‘বিষফোঁড়া’বইটি নিষিদ্ধ।

Estimated read time 1 min read
Ad1

 

এম হেলাল উদ্দিন নিরব
চট্টগ্রাম

কওমী মাদ্রাসায় শিশুদের ধর্ষণের ঘটনাকে বিষয়বস্তু করে লেখা বিষফোঁড়া উপন্যাসটি ‘ মানুষের নিরাপত্তার জন্য হুমকি’ বলে বিবেচিত। সেটি নিষিদ্ধ করেছে সরকার। এর কারণ হিসেবে বলা হয়েছে, বইটির কারণে কওমী মাদ্রাসার শিক্ষকদের অনুভূতিতে আঘাত লেগেছে।তাদের মনের ভেতর নোংরা মানসিকতা জন্ম নিচ্ছে।

এদিকে (২৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বইটি সাইফুল বাতেন টিটোর লেখা এবং জংশন প্রকাশনী থেকে বের করা হয়েছে উপন্যাসটি।‘বিষফোঁড়া’র বিষয়বস্তু দেশের মানুষের শান্তিশৃঙ্খলা পরিপন্থী।বইটি পড়ে মানুষের মন মানসিকতা নোংরা হয়ে যাচ্ছে। যার কারনে বইটি জনগনের নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে বইটি নিষিদ্ধ ঘোষণা করা হলো।বইটি পড়ার কারনে শিশু ধর্ষণ ও শিশুদের বলৎকার বেড়ে যাচ্ছে।

এদিকে কওমি মাদ্রাসায় শিশুদের ধর্ষণের ‘বিষফোঁড়া’ উপন্যাসটি চলতি বছর একুশে বইমেলায় প্রকাশিত হয়। বিষফোঁড়া বইটির প্রকাশক মোশাররফ মাতুব্বর বলেন, বইমেলায় ঐ সময় পুলিশ তাদের কাছ থেকে বিষফোঁড়া, বইটির ২০টি কপি নিয়ে যান। তবে পরে পুলিশ প্রকাশককে জানিয়েছিল, ধর্মীয় অনুভূতিতে আঘাত আসতে পারে— এমন কিছু তারা বইটিতে খুঁজে পাননি।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, বইমেলায় বইটি প্রকাশের পর গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়। বইটির কারণে কওমী মাদ্রাসার শিক্ষকদের অনুভূতিতে আঘাত লেগেছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours