খবর বাংলা ২৪ ডেস্ক
মার্কিন ধনকুবের এলন মাস্ক টুইটার কিনতে আগ্রহী। টুইটার না কিনে সেই অর্থ দিয়ে শ্রীলঙ্কার পাশে দাঁড়ানোর আর্জি জানালেন নেটিজেনরা।
মাইক্রো ব্লগিং সাইটটি কিনতে ৪৩ বিলিয়ন মার্কিন ডলার দিতে প্রস্তুত মাস্ক। তবে শ্রীলঙ্কার আর্থিক সংকট দূর করতে দরকার ৪৫ বিলিয়ন মার্কিন ডলার।
টুইটারে এলন মাস্কের উদ্দেশে নেটিজেনদের একজন লিখেছেন,
‘এলন মাস্ক আপনি যদি কিছু কিনতেই চান, তাহলে শ্রীলঙ্কাকে কিনুন। টুইটারকে ছেড়ে দিন।’
কেউ আবার মাস্কের উদ্দেশে লেখেন,
‘এলন মাস্ক টুইটারের জন্য ৪৩ বিলিয়ন মার্কিন ডলার খরচ করতে চান। কেউ ওনাকে বলুন যে, তিনি শ্রীলঙ্কাকে ৪৫ বিলিয়ন মার্কিন ডলারে কিনে নিতে পারেন।’
অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা। জ্বালানি তেলের অভাবে ভোগা দ্বীপরাষ্ট্রে বাজারে নিত্যপ্রয়োজনীয় দাম আকাশ ছোঁয়া।
এদিকে, সাধারণ মানুষের হাতে একদম টাকা নেই। এই পরিস্থিতিতে এলন মাস্ককে টুইটার ছেড়ে কার্যত শ্রীলঙ্কার পাশেই দাঁড়াতে আর্জি জানিয়েছেন নেটিজেনরা।
+ There are no comments
Add yours