
আমির হোসেন, ঝালকাঠিঃ
নলছিটির নাচনমহল ইউনিয়নের নাচনমহল ব্লকে রবি/২০২০-২১ মৌসুমে ডাল,তেল,মশলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরন প্রকল্পের বারি মুগ-৬ ফসলের মাঠদিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন নলছিট উপজেলা পরিষদ চেয়ার ম্যান সিদ্দিকুর রহমমান। নলছিটি,ঝালকাঠি।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মের্সদা লস্কপর, ও কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি।
মাঠ দিবসে সভাপতিত্ব করেন মোঃ সেরাজুল ইসলাম সেলিম,চেয়ারম্যান-৭নং নাচনমহল ইউনিয়ন,পরিষদ।
কৃষি সম্প্রসারণ অফিসার আবু জাফর মোঃ ইলিয়াস’র সঞ্চালনায় এতে এছাড়াও উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ৯ জন ইউপি সদস্য,এএইও, এসএএও,ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, কৃষক লীগ,যুবলীগ,ছাএলীগ সহ অত্র ব্লকের প্রগ্রেসিভ কৃষক/কৃষানীগণ।
+ There are no comments
Add yours