খবর বাংলা ২৪ ডেস্ক
বাণিজ্যিক ব্যাংকের মতো ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) আমানত ও ঋণের সর্বোচ্চ সুদহার বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ১১ শতাংশ হারে সুদ নিতে পারবে। আর আমানত সংগ্রহ করতে পারবে সর্বনিম্ন ৭ শতাংশ সুদে।
সোমবার (১৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
চলতি বছরের ১ জুলাই থেকে নতুন বেঁধে দেওয়া এ সুদহার কার্যকর হবে।
শুরু থেকেই সুদহার বেঁধে দেওয়া নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দিয়ে আসছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। তারা বাজারব্যবস্থার ওপর সুদের হার ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে তা না করে এবার আর্থিক প্রতিষ্ঠানগুলোর সুদহারও বেঁধে দিল ব্যাংক খাতের নিয়ন্ত্রণ সংস্থাটি।
+ There are no comments
Add yours