মোঃ সারোয়ার
পাহাড়ের পাদদেশে ইটের গাঁথুনীবেষ্টিত স্থান। আর সেই স্থানে মাটির বুক চিরে পানি উঠছে আপনাআপনি।অনেকে আবার সেই পানি মানত করে পান করছেন রোগবালাই সারার জন্য।
বলছিলাম কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের মধ্যম শাহমীরপুর এলাকার নালীকুপের কথা। অলৌকিকভবে উঠা এই পানি নাকি কখনো বন্ধ হয়না।সারাবছর আপনাআপনি বুদবুদ করে উঠতে থাকে।
সেখানের স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, অনেক অনেক বছর আগে এই স্থানে আপনাআপনি পানি উঠছে শুরু করে। যা স্থানীয়দের দৃষ্টিগোছর হলে তারা এটা অলৌকিক হিসেবে ধরে নেয়।এবং স্থানীয় দের সহায়তায় ঐ স্থানটা দেয়ালের গাঁথুনী দিয়ে দেওয়া হয়।অনেকে এই পানি কৃষি কাজে ব্যবহার করতেন।আবার অনেকে পবিত্র পানি মনে করে মানত করে পান করতেন মনের আশা পুরন হওয়ার জন্য।
তবে ওখানকার শিক্ষিতজনরা সেটা অলৌকিক ঘটনা বলতে নারাজ। তারা বলেন এটার কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে পারে। বা গ্যাসীয় পদার্থের উপস্থিতির কারণে এমনটা হচ্ছে।ো
+ There are no comments
Add yours