অনলাইন ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাচ্ছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।
এদিকে একই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন আগেই আভাস দিয়েছিলেন,
লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে প্রয়োজন হলে আইপিএল ছেড়ে ফিজকে খেলতে হবে দেশের হয়ে।
এবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর মুখেও শোনা গেল একই কথা।
গণমাধ্যমকে নান্নু বলেন, ‘আমাদের চুক্তিতে যে খেলোয়াড়রা আছে বা ঘরোয়া ক্রিকেটে যারা খেলছে সবাইকে নিয়েই আমরা আলোচনা করি।
মুস্তাফিজকে নিয়েই বাড়তি আলোচনা করেছি। এটা আমাদের মাথায় আছে। দলের প্রয়োজন হলে অবশ্যই ওকে নিয়ে চিন্তা করব।
প্রথম টেস্টের স্কোয়াড ইতোমধ্যে দিয়ে দিয়েছি। দ্বিতীয় টেস্টে দরকার হলে চিন্তা করা হবে।’
+ There are no comments
Add yours