এম হেলাল উদ্দিন নিরব
চন্দনাইশ -চট্টগ্রাম
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ৬৫টি পরিবারকে জমিসহ পাকা ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের কাছে জমির দলিলসহ এসব ঘরের চাবি হস্তান্তর করা হয়। গৃহহীন ও ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এই ঘরগুলো হস্তান্তর করায় অসহায় পরিবারগুলোর ঈদ আনন্দে যুক্ত হয়েছে নতুন মাত্রা।
উপজেলা ভিডিও কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহবুবুল আলম, সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুমা চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মৌলানা সোলাইমান ফারুকী, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জুনাইদ আবছার চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াদ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, বনবিভাগ দোহাজারী রেঞ্জ কর্মকর্তা সিকদার আতিকুর রহমান, কৃষি কর্মকর্তা স্মৃতি রাণী সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, সমবায় কর্মকর্তা হাবিবুর রহমান, মৎস্য কর্মকর্তা মো. হাসান আহসানুল কবির, সাব-রেজিস্ট্রার শর্মী পালিত, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি।
+ There are no comments
Add yours