একটি ছোট ঝোপের আড়ালে বসে আছে তিন জন কিশোর সাথে একজন শিশু। তাদের প্রত্যকের বয়স ১২ থেকে ১৬ এর মধ্যে। সবার হাতে রয়েছে এন্ড্রয়েড স্মার্টফোন। তাদের সকলের নজর স্মার্টফোনের দিকে।কিছুক্ষণ পর পর মুখ ও নাড়াচ্ছে। একটু কাছে যেতে দেখলাম সবাই গভীর মগ্নে ইন্টারনেটভিত্তিক ফ্রি ফায়ার আর পাবজি নামক গেইম খেলছে। আরেকটু সামনে হেটে যেতে চোখে পড়লো অন্য একটি গ্রুপ একই কর্মে ব্যস্ত।
বলছিলাম কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর নামক গ্রামের দৃশ্যের কথা।
গেল কোভিড১৯ এর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইন ক্লাস নামক একটা সিস্টেম চালু করেছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো। অনলাইন ক্লাসের সুবাদে অভিভাবকরা প্রত্যেক শিশু কিশোরদের হাতে হাতে তুল দেয় স্মার্ট ফোন।
আর এই স্মার্ট ফোন ইউজ হতে থাকে ফ্রি ফায়ার আর পাবজি নামক গেইম খেলায়।
শুধু ডাঙ্গারচর নয় কর্ণফুলীর প্রায় প্রতিটি ইউনিয়নে ছোঁয়া লেগেছে এই আসক্তির। সচেতন ব্যাক্তিদের দাবি অবিলম্বে শিশু কিশোরদের কাছ থেকে স্মার্ট ফোন গুলো না নিয়ে নিলে অদুর ভবিষৎ কর্ণফুলী মেধা শুণ্য হয়ে যাবে। এবং শারীরিক মানসিক বিকাশ বাঁধাগ্রস্থ হবে।
+ There are no comments
Add yours