নিজস্ব প্রতিবেদক
ঈদ উপলক্ষে কক্সবাজারে হোটেল-মোটেল ও গেস্ট হাউসের প্রায় ৫০ শতাংশ কক্ষের আগাম বুকিং দিয়েছেন পর্যটকরা।
ঈদের আগে আগে ৮০ শতাংশ বা শতভাগ কক্ষের বুকিং হয়ে যেতে পারে। হোটেলগুলোতে এখন চলছে ঈদ আনন্দ কাটাতে আসা পর্যটকদের বরণ করার প্রস্তুতি।
তবে, কটেজ ও ফ্ল্যাট ব্যবসায়ীরা আগাম বুকিং দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।
কক্সবাজার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের (চুয়াক) সভাপতি আনোয়ার কামাল বলেন,
পুরো রমজান মাস বন্ধ ছিল। তবে, আসন্ন ঈদকে সামনে রেখে লাখেরও বেশি পর্যটক সমাগম হবে বলে আশা করছি। হোটেল-মোটেলেও প্রায় অর্ধেক কক্ষ বুকিং হয়ে গেছে।
এদিকে রমজানের কারণে কক্সবাজারের হোটেল-রেস্তোরাঁ ও পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসাগুলো বন্ধ রয়েছে।
বিশেষ করে সৈকত এলাকার ঝিনুক, আচার, মাছ ফ্রাই ও কাপড়ের দোকানগুলো ৯০ শতাংশ বন্ধ আছে। এতে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় এ খাতের অনেকে বেশ কষ্টে আছেন।
+ There are no comments
Add yours