নিজস্ব প্রতিবেদকঃ
আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক মঞ্চ গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেছে সাতটি দল।
সরকারকে পদত্যাগে বাধ্য করে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের দাবিতে একমত হয়েছেন দলগুলোর শীর্ষ নেতারা।
বৃহস্পতিবার রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে সন্ধ্যার পর বর্তমান ও ভবিষ্যৎ রাজনৈতিক ইস্যু নিয়ে বৈঠক করে সাত দল।
এতে অংশ নেন
- জেএসডি,
- বিপ্লবী ওয়ার্কার্স পার্টি,
- নাগরিক ঐক্য,
- গণঅধিকার পরিষদ,
- ভাসানী অনুসারী পরিষদ,
- রাষ্ট্র সংস্কার আন্দোলন ও
- গণসংহতি আন্দোলনের নেতারা।
সেখানে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আগামী নির্বাচন অবাধ হবে না- এমন আশঙ্কা নিয়ে মতৈক্য হয়েছে।
+ There are no comments
Add yours