নুরুল আবছার নূরী :
আজ শুক্রবার (২৯ এপ্রিল) বিকেল ৩টা হতে ৫টা পর্যন্ত বিবিরহাট-নাজিরহাটের ঈদের বাজারে ভ্রাম্যমান আদালতের পরিচালনাকালে ব্যবসায়ীদেরকে যত্রতত্র পার্কিং সহ নানা বিষয়ে সতর্ক করা হয়।
আসন্ন ঈদকে সামনে রেখে ফটিকছড়ি উপজেলার বিবিরহাট ও নাজিরহাট বাজারের ঈদের কেনাকাটা করতে মার্কেট সামনেও রাস্তার যানজট দূরীকরণের লক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আলমগীর।
অভিযান পরিচালনায় সহায়তা করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুহাম্মদ মাসুদ বিন আনোয়ার ।
বাজার ও রাস্তায় যত্রতত্র মোটর সাইকেল, সি এন,জি, আটোরিক্সসহ বিভিন্ন যানবহন পার্কিং করায় বাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়।
তা ছাড়া ব্যবসায়ীরা নিজেদের স্থান ছেড়ে রাস্তা দখল করে মালামাল রেখে সহজে চলাচলের ব্যাঘাত ঘটিয়ে থাকে।
অভিযানে বিভিন্ন ব্যবসায়ীদের সর্তক করা হয় এবং বাজার কমিটির সদস্যদের সঠিকভাবে বাজার পরিচালনার জন্য প্রয়োজনিয় নির্দেশনা দেওয়া হয়।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্টেট জনস্বার্থে এ সকল অভিযান অব্যাহত থাকবে বলে খবর বাংলার প্রতিনিধিকে জানান।
+ There are no comments
Add yours