মিরসরাই প্রতিনিধি ::
বিদ্যুৎ না থাকলেও এখন আর অন্ধকারে থাকতে হবে না চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জবাসীকে। সোলার স্ট্রিট লাইটের আলোয় আলোকিত হবে গোটা জোরারগঞ্জ ইউনিয়ন। ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের সড়ক গুলোতে স্থাপন করা হচ্ছে সোলার স্ট্রিট লাইট।
জোরারগঞ্জ ইউনিয়নে ৯টি ওয়ার্ডের প্রতি ওয়ার্ডে ৫টি করে করে মোট ৪৫টি সোলার স্ট্রিট লাইট স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে৷ ধারাবাহিকভাবে চলমান থাকবে লাইট স্থাপনের কাজ৷ যেখানে অন্ধকার সেখানেই আলো৷
আজ রবিবার (১ মে) চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার জানান, ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে প্রজেক্ট আলোকিত জোরারগঞ্জ কার্যমক্রের হাতে নেয়া হয়েছে৷ সোলার স্ট্রিট লাইট স্থাপন কার্যক্রম চলমান থাকবে৷ জোরারগঞ্জ ইউনিয়নকে আলোকিত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি৷
স্থানীয় বাসিন্দা মোজাম্মেল সওদাগর বলেন, স্ট্রিট লাইট স্থাপনের ফলে গ্রামীণ সড়ক গুলো এখন থেকে সন্ধ্যার পর সব সময় আলোকিত থাকবে। বিভিন্ন অন্যায় অপরাধ সম্পর্কিত কার্যক্রম কমে আসবে।
+ There are no comments
Add yours