অনলাইন ডেস্কঃ
ভারতীয় বংশোদ্ভূত নন্দ মুলচান্দানি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) সিইও নিযুক্ত হয়েছেন।
এই প্রথম কোনো ভারতীয় এই পদে বসলেন।
রোববার (১ মে) সিআইএ’র ডিরেক্টর উইলিয়াম জে বার্নস ঘোষণা দিয়েছেন, নন্দ মুলচান্দানিকে সিআইএ’র সিইও হিসেবে নিযুক্ত করা হচ্ছে।
সিআইএ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে,
মূলচান্দানির নেতৃত্বে এজেন্সি অত্যাধুনিক উদ্ভাবনগুলোকে কাজে লাগাবে বলে তাদের আশা।
এবং আগামী দিনের উদ্ভাবনের জন্য আরও কী কী পদক্ষেপ নেওয়া যায় সিআইএ’র মিশনের জন্য তার রূপরেখা তৈরি করবেন।
নিয়োগ সম্পর্কে মুলচান্দানি বলেন, আমি সিআইএ’র ওই পদে যোগ দিতে পেরে সম্মানিত।
এজেন্সির সব অসাধারণ প্রযুক্তিবিদ এবং এলাকা বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করে আছি।
যারা ইতিমধ্যেই বিশ্বমানের বুদ্ধিমত্তা এবং সক্ষমতা দেখাতে সক্ষম হয়েছেন, একটি সম্পূর্ণ জ্ঞান তৈরিতে সহায়তা করার জন্য কৌশল তৈরি করেছেন, তাদের সঙ্গে কাজ করব।
এটা একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা দেবে। আশা করি সবার সঙ্গে একটা ভালো কাজ উপহার দিতে পারব।
+ There are no comments
Add yours