নিজস্ব প্রতিবেদকঃ
ঈদকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষ থেকে পাঁচ শতাধিক দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
ঈদ উপহার হিসেবে দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে পোলাওয়ের চাল, চিনি, সয়াবিন তেল, ডাল, সেমাই ও গুঁড়া দুধ বিতরণ করা হয়।
সোমবার (২ মে) ঢাকা সেনানিবাসের মানিকদী আদর্শ বিদ্যা নিকেতন স্কুল প্রাঙ্গণে সেনাপ্রধানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়।
আইএসপিআর জানায়, ঈদুল ফিতর উপলক্ষে আজ (সোমবার) ঢাকা সেনানিবাসের আশে-পাশের দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষে লজিস্টিক্স এরিয়ার দিক নির্দেশনায়,
এবং ঢাকা স্টেশন সদরদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় ও ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের সহযোগিতায়
পাঁচ শতাধিক দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
সেনাবাহিনী প্রধানের পক্ষে স্টেশন সদর দপ্তরের স্টেশন কমান্ডার উপস্থিতদের মাঝে ঈদ শুভেচ্ছা বিতরণ করেন।
অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours