মোঃ জয়নাল আবেদীন, সীতাকুণ্ড প্রতিনিধি:
০৪মে ২০২২ইং গুলিয়াখালীবাসীর প্রিয় কৃতিসন্তান,সদ্য প্রয়াত মরহুম আলহাজ্ব জামাল উল্যাহ্ মাষ্টারের স্মৃতিচারনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গুলিয়াখালী সমাজকল্যাণ যুব সংঘ ও এলাকার সর্বস্তরের জনসাধারণের যৌথ উদ্যেগে বিকাল ৪ঘটিকায় গুলিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ স্মরণসভাটি অনুষ্ঠিত হয়।
মোঃ নুরুল আমিন (সফি)মেম্বারের সভাপতিত্বে সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ রমজান
ও মোঃ বেলাল হোসেনের যৌথ সঞ্চালনায়ে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্হাপনা বিভাগের অধ্যাপক ও চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ কে এম তফজাল হক।
বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার মোঃ নুরুল আমিন, ঢাকাস্হ বেঙ্গল গ্রুপের ডিজিএম মোঃ হারুনুর রসিদ,
বিসিএসআই এর চীফ সাইন্টিফিক অফিসার ডঃ ফরিদউদ্দীন ফরহাদ,
মোঃ খোরশেদ আলম, বাংলাদেশ পিকেএসএফ এর পরিচালক মোঃ ফখরুল ইসলাম,
মরহুমের ভাগিনা ডাঃ কামালউদ্দীন, ঢাকাস্থ তুসুকা গ্রুপের এজিএম নজরুল ইসলাম, মরহুমের ভাতিজা ইফতেখার আলম ও সুমন।
প্রধান বক্তা ছিলেন- ভোরের কাগজ এর সীতাকুণ্ড(চট্টগ্রাম) কারেসপন্ডেন্ট, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন,
মোঃ জাহাঙ্গীর মাষ্টার, মোঃ নুরুল হুদা, নোয়ামিঞা কনট্রাক্টর, বিমান বাহিনীর (অবঃ) ওয়ারেন্ট অফিসার, মোঃ জামাল উল্যাহ্,
ব্যাংকার মাওলানা মোঃ নুর সোলেমান, ডাঃ মনির উল্যাহ্, মোঃ ইসলাম, মাওলানা কাজী শাহজাহান, হাশেম সওদাগর,
মোঃ মফিজুর রহমান, মরহুমের কন্যা সাবরিনা বিনতে জামাল জেসিকা, নওশীন বিনতে জামাল ও পূত্র নাবিল বিন জামাল।
পরিশেষেঃ
বক্তারা আলোচনায় মরহুম জামাল উল্লাহ মাষ্টারের বিদ্বেহী আত্মার মাগফেরাত কামনা করেন
এবং তাঁর বর্ণাঢ্য শিক্ষকতা জীবন ও গ্রামের তরে তাঁর সর্বোচ্চ সকল অবদানসহ আলোকিত জীবন নিয়ে নাতিদীর্ঘ আলোকপাত করেন।
গুনীব্যক্তিত্ব মরহুম জামাল উল্যাহ মাস্টার স্কুল প্রতিষ্ঠা থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী সময়ে প্রতি বছর ২-১জনকে প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পাওয়ার জন্য
এবং মেধাবীমুখ সৃস্টির লক্ষ্যে নিজ খরচে ছাত্রছাত্রীদের বাড়ী বাড়ী গিয়ে মনিটরিং এর মাধ্যমে বহু আলোকিত সন্তান তৈরী করেছিলেন,
যারা আজ বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে সম্মান ও মর্যাদার আসনে স্ব স্ব ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন।
সমাজের প্রতিটি সেক্টরে শিক্ষা ও সমাজ উন্নয়নে একনিষ্ঠ অগ্রনী ভূমিকা রেখেছেন মরহুম জামাল উল্যাহ মাস্টার।
তিনি শুধু ব্যক্তিই নন নিজেই ছিলেন একটি প্রতিষ্ঠান মন্তব্য প্রধান অতিথি অধ্যাপক এ কে এম তফজল হক এর।
স্মরণসভায়উপস্থিত ছিলেন মরহুমের সহোদরগণ এবং ঐতিহ্যবাহী গুলিয়াখালী গ্রামের মান্যগণ্য শতসহস্র জনসাধারণ।
+ There are no comments
Add yours