নিজস্ব প্রতিবেদকঃ
চলতি বছর বিদেশিদের জন্য ওমরাহর মৌসুম শেষ হচ্ছে ৩১ মে।
তারপর থেকে আগামী মৌসুম আসার আগ পর্যন্ত কোনো বিদেশিকে ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে প্রবেশের অনুমতি দেবে না দেশটির সরকার।
শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়,
‘বিদেশের যেসব নাগরিক ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে আসতে চান, ওমরাহ ভিসার জন্য তাদেরকে অবশ্যই আগামী ১৫ শাওয়ালের (১৬ মে) মধ্যে আবেদন করতে হবে।
তার পর থেকে চলতি বছরের ওমরাহ ভিসার জন্য আর কোনো আবেদন গ্রহণ করা হবে না;
এবং ৩১ মে’র পর থেকে আগামী মৌসুম শুরুর আগ পর্যন্ত আর কোনো বিদেশিকে ওমরাহ পালনের উদ্দেশে সৌদিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।’
করোনা মহামারির কারণে দীর্ঘ দুই বছর পর হজ ও ওমরাহ পালনের জন্য বিদেশিদের সীমান্ত খোলে সৌদি আরব।
২০২০ ও ২০২১ সালে কেবল সৌদি আরবের বাসিন্দাদের হজ ও ওমরাহ পালনের অনুমতি দিয়েছিল দেশটির সরকার।
এছাড়া চলতি বছর ওমরাহ পালনে অনুমোদনপ্রাপ্ত বিদেশিদের জন্য ইতোমধ্যে ‘ইতমারনা’ ও ‘তায়াক্কালানা’ নামের দু’টি মোবাইল অ্যাপ চালু করেছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
ওমরাহ সংশ্লিষ্ট বিভিন্ন সেবা প্রদান করা হবে এসব অ্যাপের মাধ্যমে।
+ There are no comments
Add yours