নুরুল আবছার নূরী
ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন বাগানবাজার ইউনিয়নের দক্ষিণ গজারিয়া নামক গ্রামে আক্তার হোসেন নামে এক অসাধু খুচরা ব্যবসায়ী অত্যাবশকীয় নিত্য পণ্য ভোজ্য তেল সয়াবিন মজুদ করেন।
গোপন সূত্রের ভিত্তিতে উক্ত স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়৷ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আলমগীর। অভিযান পরিচালনাকালে ব্যবসায়ী আক্তার হোসেনের বাড়িতে অবৈধভাবে মজুতকৃত ২৩২৮ লিটার সয়াবিন তেল দেখতে পাওয়া যায়।
এতে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এ ৪০ হাজার টাকা হাজার টাকা জরিমান করা হয়।এবং মজুদকৃত তেল চব্বিশ ঘন্টার মধ্যে খোলা বাজারে বিক্রি করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনায় সহয়তা করেছেন দাতঁমারা তদন্তকেন্দ্রের ইনচার্জ মনির হোসেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে খবর বাংলার প্রতিনিধিকে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম, আলমগির জানান।
+ There are no comments
Add yours