অনলাইন ডেস্কঃ
ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবির সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে গণভবনে এডিবি’র ভাইস প্রেসিডেন্ট শিঝিন চেন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করলে এ অনুরোধ জানান তিনি।
এছাড়া যোগাযোগ, বাণিজ্য ও জ্বালানি ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য এডিবি’র সহায়তা চান প্রধানমন্ত্রী।
বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় পাশে থাকার আশ্বাস দেন এডিবি’র ভাইস প্রেসিডেন্ট শিঝিন চেন।
তিনি বলেন, বাংলাদেশের সাথে দৃঢ় সম্পর্ক রয়েছে এবং এডিবি বাংলাদেশের পাশে থাকবে।
এ দেশের গ্রামীণ ও নগর উন্নয়নের ক্ষেত্রে সহায়তা অব্যাহত রাখবে।
তিনি আরও বলেন, এডিবি আশা করছে বাংলাদেশ জিডিপিতে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবে।
+ There are no comments
Add yours