অনলাইন ডেস্কঃ
পচা ও বাসি খাবার বিক্রির অভিযোগে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্ন্যাক্স অ্যান্ড টি স্টলকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে রেলওয়ে পূর্বাঞ্চল।
সোমবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের ডিসিও ইতি ধর।
তিনি বলেন, স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষমাণ এক যাত্রী অর্ডার করা বিরিয়ানি মুখে দিয়ে বুঝতে পারেন বিরিয়ানি বাসি হয়ে গেছে।
পরে তিনি বিষয়টি রেলওয়েকে অবহিত করলে অভিযানে গিয়ে ওই দোকানে পচা-বাসি বিরিয়ানি, রোল, কাটলেট বিক্রির প্রমাণ পাওয়া যায়।
তিনি বলেন, খাবার পরিবেশনের কক্ষটিও অপরিষ্কার-অপরিচ্ছন্ন অবস্থায় দেখা গেছে।
তাই দোকানটিকে আজ পাঁচ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক করার পাশাপাশি তাদের এক সপ্তাহের পর্যবেক্ষণে রাখা হবে।
এক ঘণ্টার জন্য দোকানটি বন্ধ রাখা হলেও, জরিমানার পর তা আবারও খুলে দেওয়া হয়।
+ There are no comments
Add yours