১ বছরে পোশাক খাতে রপ্তানি বেড়েছে ৫৬ শতাংশ

Estimated read time 1 min read
Ad1

অনলাইন ডেস্কঃ

দেশে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৫৬ দশমিক ৩১ শতাংশ বা ১৪১ কোটি ৭২ লাখ ডলার।

সোমবার (৪ এপ্রিল) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের (২০২১-২২) প্রথম ১০ মাসে বিশ্ববাজারে মোট ৩ হাজার ৫৩৬ কোটি ২৫ লাখ ৮ হাজার ডলারের দেশি পোশাক রপ্তানি হয়েছে।

এ বছর এপ্রিলে ৩৯৩ কোটি ৪১ লাখ ৮ হাজার ডলারের পোশাক রপ্তানি হয়েছে। আগের বছরের এপ্রিল মাসে এ খাতে রপ্তানি হয়েছিল ২৫১ কোটি ৬৯ লাখ ৮ হাজার ডলার।

অর্থাৎ আগের বছরের চেয়ে ১৪১ কোটি ৭২ লাখ ডলার বেড়েছে।

২০২১ সালের নিটওয়ার খাত থেকে রপ্তানি আয় হয়েছিল ১৩৪ কোটি ১৭ লাখ ৭ হাজার ডলার।

আর ওভেন খাত থেকে রপ্তানি আয় হয়েছিল ১১৭ কোটি ৫২ লাখ ১ হাজার ডলার।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours