নিজস্ব প্রতিবেদকঃ
করোনার সংক্রমণ রোধে এবার টিকার বুস্টার ডোজ প্রয়োগে সরকারের নজর।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালককে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত একদিনে সারাদেশে প্রায় এক লাখ মানুষকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।
সারাদেশে এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছে এক কোটি ৩১ লাখের বেশি মানুষ।
স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, দেশে কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে আছে।
আমরা সফলভাবে টিকা কার্যক্রম পরিচালনা করেছি।
টার্গেটকৃত প্রায় সবাইকেই প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। এবার আমাদের লক্ষ্য বুস্টার ডোজ কার্যক্রমকে গতিশীল করা।
তিনি বলেন, কিছুদিন আগে আমরা প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা পেয়েছি। সেখানে প্রধানমন্ত্রী টিকার বুস্টার ডোজ কার্যক্রমকে আরও বেগবান করার জন্য বলেছেন।
অধিদপ্তর জানিয়েছে, দেশে এই পর্যন্ত ২১ লাখ ৭ হাজার ৪৬২ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদের জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। ১৮ বছর বয়সী যেকোনো মানুষ এখন টিকা নিতে পারছেন।
+ There are no comments
Add yours