নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত সামরিক শাসক জিয়াউর রহমানের নামে চট্টগ্রামের ‘জিয়া স্মৃতি জাদুঘরের’ নাম পরিবর্তনের দাবিতে সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ।
মঙ্গলবার (১০ মে) বিকেলে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম ফটকের বিপরীতে ফুটপাতে মঞ্চ বানিয়ে সমাবেশ করে সংগঠনটি।
সমাবেশের কারণে হোটেল র্যাডিসনের সামনে থেকে সার্কিট হাউজ হয়ে কাজির দেউড়ির মোড় পর্যন্ত সড়কের একপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
সমাবেশ শেষে মিছিল নিয়ে নেতাকর্মীরা জাদুঘরের দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ।
গত ৪ মে ইদ পুনর্মিলনী অনুষ্ঠানে গিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জাদুঘর থেকে জিয়াউর রহমানের নাম সরাতে স্বেচ্ছাসেবক লীগকে নিয়মতান্ত্রিক আন্দোলন শুরুর পরামর্শ দিয়েছিলেন।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় সমাবেশে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ,
কাজী নুরুল আবছার ও শহীদুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের চট্টগ্রাম মহানগরীর আহবায়ক শাহেদ মুরাদ সাকু,
বীর মুক্তিযোদ্ধা সন্তান কাজী রাজেশ ইমরান, নগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, তসলিম উদ্দীন,
দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, যুগ্ম সাধারন সম্পাদক মো. সাইফুদ্দিন,
সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নুর তপু বক্তব্য রাখেন।
স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে মানববন্ধনের ঘোষণা দেওয়া হলেও কর্মসূচি সমাবেশে রূপ নেয়।
সমাবেশ শেষে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়।
+ There are no comments
Add yours