নিজস্ব প্রতিবেদকঃ
বাজারে সয়াবিন তেলের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের ভোক্তাসাধারণ।
বন্ধ রয়েছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি।
তবে টিসিবি জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ১৬ তারিখ থেকে আবারও ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু হবে।
একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান জানান,
১৬ মে থেকে টিসিবি তাদের পণ্য বিক্রি কার্যক্রম শুরু করবে।
তেলের দাম কত হবে শিগগিরই তা নির্ধারণ করে দেওয়া হবে।
টিসিবির চেয়ারম্যান জানিয়েছেন, মে মাসের জন্য গুদামে ৭০-৮০ লাখ লিটার সয়াবিন তেল গুদামজাত করা আছে।
জুন মাসের জন্য আরও তিন কোটি লিটার সয়াবিন কেনার প্রক্রিয়া চলমান রয়েছে।
মজুত নিয়ে আপাতত কোনো সংকট নেই বলে জানিয়েছে টিসিবি।
+ There are no comments
Add yours