ফটিকছড়িতে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা

Estimated read time 0 min read
Ad1

নুরুল আবছার নূরী::

ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার ৪নং ভুজপুর সদর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বানচন আগামী ১৫জুন অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুয়ায়ী আজ(১৭মে)মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।

সকাল ১০টা থেকে উৎসব মুখর পরিবেশ মনোনয়নপত্র জমা দিত বিভিন্ন প্রার্থী নিজ নিজ সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা বাবু দেবাশীষ দাসের কর্য্যালয়ে জমাদেন।

সন্ধ্যা সাতটায় নির্বাচন কার্য্যালয় থেকে সর্বশেষ তথ্য অনুয়ায়ী চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী, সংরক্ষিত আসনে (১,২ও৩)১ ওয়ার্ডে ৪জন,(৪,৫ও৬)২নং ওয়ার্ডে ৪জন,

(৭,৮ও৯) ৩নং ওয়ার্ডে ৪ জন করে মনোনয়নপত্র জমাদেন। সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে৫জন,২নং ওয়ার্ডে ৫জন,৩নং ওয়ার্ডে৪ জন,৪নংওয়ার্ডে ৪জন,

৫নং ওয়ার্ডে ৪জন,৬নং ওয়ার্ডে৪জন,৭নং ওয়ার্ডে ৪ জন,৮নং ওয়ার্ডে৯জন,৯নং ওয়ার্ডে৬জন মনোনয়নপত্র জমা দেন।

চেয়ারম্যান পদে

১ামুহাম্মদ ইব্রাহীম তালুকদার(আওয়ামিলীগ),

২।মুহাম্মদ নাসির উদ্দিন (স্বতন্ত্র),

৩। এস,এম,এইচ,শাহজাহান চৌধুরী(স্বতন্ত্র)

৪।মুহাম্মদ বেলাল উদ্দিন(স্বতন্ত্র)

৫।তাপস চন্দ(স্বতন্ত্র),

৬।মুহাম্মদ আব্দুল হামিদ (হামিদুল্লাহ) (স্বতন্ত্র) প্রাথী।

উপজেল নির্বচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকতা বাবু দেবাশীষ দাসের সাথে নির্বাচন সর্ম্পকে জানতে চাইলে তিনি বলে যেহেতু ইভি এম পদ্ধিতে নির্বাচন হচ্ছে ১০০ ভাগ সুষ্টও নিরপক্ষক ভাবে সম্পন্ন হবে বলে আশা করি এই ব্যাপারে প্রশাসন,

প্রার্থীও গণমাধ্যমের সহযোগিতা কামনা করছি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours