নুরুল আবছার নূরী::
তীব্র গরম ও যাত্রীদের চাহিদার কথা ভেবে ফটিকছড়ি-অক্সিজেন রুটে এই প্রথমবারের মতো চালু হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস ‘চট্টলা চাকা এক্সপ্রেস’।
চট্টগ্রাম ফটিকছড়ি-নাজিরহাট-খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির তত্ত্বাবধানে প্রথম পর্যায়ে ৪টি বাস চালবে এই রুটে।
শনিবার (২১ মে) এসব তথ্য নিশ্চিত করেছেন বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ শাহ জাহান।
তিনি বলেন, ‘যাত্রিদের দীর্ঘদিনের দাবি ছিল এ এসি বাস সার্ভিস,
বিশেষ করে হাটহাজারী-ফটিকছড়ি সড়কে বেপরোয়াভাবে লাইসেন্সবিহীন সিএসজি মোটরসাইকেল অবাধে চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা বেড়েছে।
তাই যাত্রীদের নিরাপত্তা ও স্বস্তিতে নির্ভয়ে ভ্রমণের জন্য আমরা ‘চট্টলা চাকা এক্সপ্রেস’ নামে এসি বাস সার্ভিস চালু করতে যাচ্ছি।
প্রথমিকভাবে আমরা বিএরটিএ থেকে অনুমোদিত চারটি এসি বাস চালু করবো ফটিকছড়ি-অক্সিজেন রুটে।
মোহাম্মাদ শাহ জাহান আরও বলেন,
‘এ বাস গুলো টিকিটের মাধ্যমে নির্দিষ্ট কাউন্টার থেকে সকাল ৭ টার হতে ছাড়া হবে এবং কাউন্টানর ছাড়া কোথাও থামবে না।
ভাড়ার বিষয়টি আমরা উদ্বোধনের দিন আলোচনা করে জানিয়ে দেবো।
‘ আগামী সোমবার ২৩ মে সকালে ফটিকছড়ি বাস স্ট্যান্ড মুক্তিযোদ্ধা চত্ত্বরে এ সার্ভিসটি উদ্বোধন করবেন ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও চট্টগ্রাম পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জু।
+ There are no comments
Add yours