বিশ্বে কম ক্ষতিগ্রস্ত মুদ্রার তালিকায় দ্বিতীয় ‘টাকা’

Estimated read time 1 min read
Ad1

নিজস্ব প্রতিবেদকঃ

কোভিড পরিস্থিতি শেষ হতে না হতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশেই ডলারের বিপরীতে মুদ্রার মান ব্যাপকভাবে কমেছে।

তবে এক্ষেত্রে বাংলাদেশ অন্য বহু দেশের চেয়ে ভালো অবস্থানে আছে।

ডলারের বিপরীতে মুদ্রার মান কম হ্রাস পাওয়া দেশগুলোর মধ্যে বিশ্বে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে আছে।

আর উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে আছে প্রথম স্থানে।

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটি পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

শনিবার (২১ মে) বিকেলে ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে দলের তথ্য ও গবেষণা উপকমিটির সভায় এ সংক্রান্ত গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

ড. সেলিম মাহমুদ বলেন, এই তথ্য নিঃসন্দেহে প্রমাণ করে যে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে এক মজবুত ভিতের উপর দাঁড় করিয়েছেন।

গবেষণায় দেখানো হয়,
  • বাংলাদেশি টাকার মূল্যমান কমেছে ৩ দশমিক ৪১ শতাংশ,
  • ভারতীয় রুপির কমেছে ৬ দশমিক ৮৩ শতাংশ,
  • পাকিস্তানি রুপির কমেছে ৩০ দশমিক ৬৩ শতাংশ,
  • নেপালি রুপির কমেছে ৬ দশমিক ৪৮ শতাংশ,
  • মায়ানমার কিয়াটের কমেছে ১২ দশমিক ৬৭ শতাংশ,
  • চীনা উয়েনের ৫ দশমিক ৪ শতাংশ,
  • থাই বাথের ৯ দশমিক ৬৬ শতাংশ,
  • জাপানি ইয়েনের ১৭ দশমিক ৩২ শতাংশ,
  • দক্ষিণ কোরীয় ওয়ানের ১২ দশমিক ০৭ শতাংশ,
  • মালয়েশিয়ান রিঙ্গিতের ৩ দশমিক ৯ শতাংশ,
  • ফিলিপিনো পেসোর ৯ শতাংশ,
  • তাইওয়ান ডলারের ৬ দশমিক ৪ শতাংশ,
  • সিঙ্গাপুর ডলারের ৩ দশমিক ৭৫ শতাংশ,
  • ব্রুনাই ডলারের ৩ দশমিক ৬০ শতাংশ,
  • লাও কিপ এর (লাওস) ৪১ শতাংশ,
  • টার্কিশ লিরার ৮৯ দশমিক ৩৭ শতাংশ,
  • মিসরিয় পাউন্ডের ১৪ দশমিক ৫ শতাংশ,
  • দক্ষিণ আফ্রিকান রেন্ড কমেছে ১৩ দশমিক ৬৬ শতাংশ,
  • অস্ট্রেলিয়ান ডলারের কমেছে ৯ দশমিক ১৭ শতাংশ,
  • নিউজিল্যান্ড ডলারের কমেছে ১০ দশমিক ৭৭ শতাংশ,
  • ব্রিটিশ পাউন্ডের ১১ দশমিক ৮৬ শতাংশ,
  • ইউরোর কমেছে ১৩ দশমিক ৪০ শতাংশ,
  • সুইস ফ্রাঙ্কের কমেছে ৮ দশমিক ৫৫ শতাংশ,
  • সুইডিশ ক্রোনারের ১৯ দশমিক ৬৭ শতাংশ,
  • নরওয়েজিয়ান ক্রোনের কমেছে ১৬ দশমিক ৫৪ শতাংশ,
  • ডেনিশ ক্রোনের ১৫ দশমিক ৩৯ শতাংশ,
  • পোলিশ জেলাটির ১৮ দশমিক ৭৪ শতাংশ,
  • কানাডিয়ান ডলারের ৬ দশমিক ৩২ শতাংশ,
  • আর্জেন্টাইন পেসোর ১১ দশমিক ৫ শতাংশ,
  • চিলিয়ান পেসোর কমেছে ১৫ দশমিক ৪৪ শতাংশ।
নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours